সংবাদদাতা,দুর্গাপুর:- দুর্গাপুর তিন নম্বর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় এদিন কর্মীসমর্থকদের নিয়ে অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, ভাতারের প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল ও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও দুর্গাপুর তিন নম্বর ব্লকের সভাপতি ভিম মন্ডল সহ একাধিক নেতৃবৃন্দ। তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক সোহম চক্রবর্তী। এদিন বিজয়া সম্মিলনীতে এক হাজার জন কর্মী'কে সম্বোধনা দেওয়া হয়।