সংবাদদাতা,পূর্ববর্ধমান:- দিপাবলীর (Diwali) আগে জুয়ার ঠেকে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করলো বর্ধমান (Bardhaman) থানার পুলিশ। উদ্ধার হয়েছে ১১ হাজার ৯০ টাকা।ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তোলা হয়।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বর্ধমান শহরের নাড়ি বেলবাগান ও সদরঘাটের ইডেন ক্যানেল পাড় এলাকায় জুয়ার ঠেকে অভিযান চালায় বর্ধমান থানার পুলিশ।জুয়া খেলার অভিযোগে দুটি জায়গা থেকে মোট ১৮ জনকে গ্রেপ্তার কে পুলিশ ।উদ্ধার হয় ১১ হাজার ৯০ টাকা ও বেশকিছু তাশের বাণ্ডিল।