শুভময় পাত্র, বোলপুর:- পুলিশি তৎপরতায় অবশেষে খোঁজ মিলল বীরভূমের দুই নিখোঁজ বালকের। গত শনিবার থেকে নিখোঁজ বীরভূম জেলার বোলপুরের ৯ নম্বর ওয়ার্ড সুরশ্রী পল্লীর বাসিন্দা মহেশ মাহাতোর দুই ছেলে। বিনোদ মাহাতো(১২) প্রমোদ মাহাতো (৯) নামে এই দুই ছেলে গত শনিবার থেকে নিখোঁজ।
চারিদিকে খোঁজ খবর নেওয়ার পরে যখন তার বাবা মহেশ মাহাতো এই দুই ছেলের কোন হদিস না পেয়ে বোলপুর থানায় নিখোঁজ হয়ে যাওয়া ছেলের বিষয়ে জানানোর পরেই পুলিশ তৎপর হয়। কারণ এর আগে বোলপুরের পাশে মোলডাঙ্গা গ্রামে এক শিশুকে নিয়ে যে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে রীতিমতো উদ্বিগ্ন বোলপুর প্রশাসন। তাই কোন রকম বিলম্ব না করেই তড়িঘড়ি তদন্তে নেমে পড়ে বোলপুর থানার পুলিশ।
গত শনিবার সুরশ্রীপল্লীর বাসিন্দা মহেশ মাহাতোর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করাই জানতে পারে বেশ কিছুদিন ধরেই মহেশ মাহাতো ও তার স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা ও পারিবারিক অশান্তি প্রায় লেগেই থাকতো। এ মাসের ২ তারিখে স্বামীর সঙ্গে ঝামেলা করে এই দুই পুত্রের মা তার গ্রামের বাড়ি ভিন রাজ্য বিহারে চলে যাই।
গত শনিবারের ঘটনায় যখন তার মাকে ফোন করা হয় তখন তিনি পুরোপুরি অস্বীকার করে বলেন এই ছেলে দুটি তার কাছে নেই। তারপর পুলিশের সহযোগিতায় তাদের বারংবার ফোনের উত্তরে তিনি স্বীকার করেন যে তিনি বোলপুরে এসে শনিবার বাচ্চা দুটিকে নিয়ে বর্ধমান চলে এসেছেন। কিন্তু পুলিশ মোবাইলের পাওয়া তথ্য অনুযায়ী জানতে পারেন যে মহিলা মিথ্যা কথা বলছেন।
এই দুই বাচ্চার মায়ের কথার অসঙ্গতি দেখে ফোনে হওয়া কথা ও তার ফোন ট্র্যাকিং করে তার গ্রামের বাড়ি ভিন রাজ্য বিহারে পৌঁছে যায় বোলপুর থানার পুলিশ। সেখানে পৌঁছে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় বোলপুর থানার পুলিশ তার মা সহ দুই বাচ্চাকে সেখানে দেখতে পাই। শুধু তাই নয় মহিলা তার বাপের বাড়িতে না গিয়ে সেখান থেকে দশ কিলোমিটার দূরে তার বোনের বাড়িতে দুই বাচ্চাকে নিয়ে আশ্রয় নেয়।
বীরভূম জেলা পুলিশের তৎপরতায় ও বিহার রাজ্যের স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই ঘটনার সমাধান সম্ভব হয়। পারিবারিক অশান্তির জেরে এই ধরনের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন করে তুলেছিল বোলপুর থানার পুলিশকে।
কারণ বিগত বেশ কয়েক দিনে শিশু নিখোঁজ নিয়ে নানান ধরনের ভয়ংকর ঘটনাও ঘটে গেছে বীরভূম জেলায়। তাই কোনরকম অবহেলা না করেই বীরভূম জেলা পুলিশের সহযোগিতায় বোলপুর থানার পুলিশ বিশেষ উদ্যোগ নিয়ে এই কর্মসূচি সফল করেছেন।