নিলেশ দাস, আসানসোল:- বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গ্রেপ্তার এবং মোবিনপুর কান্ডের প্রতিবাদে আসানসোলের বিএনআর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি।
সোমবার সন্ধ্যায় বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার উদ্যোগে এই কর্মসূচি করা হয়েছে। এদিনের পথ অবরোধ কর্মসূচিতে বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দে, আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
বেশ কিছুখন অবরোধ হওয়ার কারণে যানজট সৃষ্টি হয় আসানসোলের বি এন আর মোড় সংলগ্ন। বেশকিছুক্ষণ অবরোধ চলার পর বিজেপি নেতৃত্ব নিজেরাই অবরোধ তুলে নেয়।