সংবাদদাতা,পূর্ববর্ধমান:- আর কয়েক ঘণ্টা পরেই ছট পুজোয় মেতে উঠবেন পানাগড়ের মানুষ। পানাগড় বাজারের স্টেশন সংলগ্ন রেল পুকুরের চার পাশে ইতিমধ্যে প্রস্তুতি পর্ব ঘুরে দেখেছেন প্রশাসনিক আধিকারিকরা। সকাল থেকেই জলাশয়ের চারপাশে কাঁকসা থানার পুলিশ ও রেল পুলিশের কর্মীরা নজরদারিতে মোতায়েন রয়েছেন।
খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প, পুলিশের পাশাপাশি রেল পুলিশ ও অন্যান্য দফতরের ক্যাম্প খোলা হয়েছে। পুলিশের পাশাপাশি ছট পুজো কমিটির পক্ষ থেকেও নজরদারি রাখা হয়েছে। এবছর বিপুল পরিমাণে মানুষের ভিড়ের আশঙ্কা রয়েছে সেই কারণে জলাশয়ের মাঝে টিউব নামানো হয়েছে।
যারা সাঁতার জানেন তাদেরকে জলাশয়ে মোতায়েন করা হয়েছে,যাতে জলাশয়ে কোনো দুর্ঘটনা ঘটলে তারা দ্রুত উদ্ধার কাজ শুরু করতে পারে। কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে তাই সকাল থেকেই পানাগড় বাজারের স্টেশন রোডে যান চলাচল পুরোপুরি ভাবে বন্ধ রাখা হয়েছে।পানাগড় স্টেশনের চার পাশে এবং সমস্ত রেল গেটের দুই প্রান্তে নজরদারিতে রয়েছেন রেল পুলিশের কর্মীরা।