সংবাদদাতা,অন্ডাল:- নিম্নচাপের প্রবল ঝড় বৃষ্টির কারণে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি মোড় দুর্গাপুজো কমিটির লাগানো গেটটি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল। এই ঘটনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এলাকায় । বন্ধ হয়েছে সরপি দুর্গাপুর যাবার রাস্তা ।
যদিও এই গেট ভেঙে পড়ার ঘটনায় কোন হতাহতের খবর নেই।স্থানীয়রা ভেঙে পড়া গেটটি রাস্তা থেকে সরানোর কাজে লেগেছেন। নিম্নচাপের প্রবল বৃষ্টি জেলে মহাসপ্তমের দিন সকাল থেকেই । দফায় দফায় খনি অঞ্চলে হচ্ছে বৃষ্টি । খনি অঞ্চলের বেশ কিছু পূজা মন্ডপের সামনে জমেছে জল ।