Type Here to Get Search Results !

২৫০ বছর ধরে মুক্তকেশী রূপে পূজিত হয়ে আসছেন মা কালী




সোমনাথ মুখার্জী,লাউদোহা :- পাণ্ডবেশ্বর (Pandobeswar) বিধানসভার বালিজুড়ি গ্রামে আনুমানিক প্রায় ২৫০ বছর ধরে মুক্তকেশী রুপে পূজিত হয়ে আসছেন মা কালী (Maa Kali)। কথিত আছে জুড়িগ্রামের গ্রামের প্রাণপুরুষ তথা প্রতিষ্ঠাতা  রাজর্ষি রামকান্ত মুখোপাধ্যায়ের দুই কন্যা ছিল এলোকেশী ও মুক্তকেশী ।  অনুষ্ঠা কন্যা এলোকেশীর অকাল প্রয়াণের পর তার নামেই  গ্রামে মা এলোকেশী রূপে আজও পূজিত হয়ে আসছেন বালিজুরি গ্রামে । তার বড় কন্যা মুক্তকেশীর বিবাহ হয় বর্ধমানের (Bardhaman) ব্যানার্জি পরিবারে । 













কথিত আছে একবার মুক্তকেশী কালীপুজোয় বাপের বাড়ি আসতে পারেনি । কেননা  মুক্ত কেশীর শ্বশুরবাড়িতেও কালী পুজো চলছিল । সেই সময় রামকান্ত বাবু মুক্তকেশীর শ্বশুরবাড়ির মা কালীর মাটি এনে  বালিজুরি গ্রামে এসে মায়ের পুজো শুরু করেন । এর সাথে সাথে রামকান্ত বাবু তার কন্যা এবং জামাতাকেও বালিজুরিতে নিয়ে আসেন। রাজর্ষি রামকান্ত মুখোপাধ্যায়ের  বড় কন্যার নামেই শুরু হয় মুক্তকেশী মায়ের পুজো ।  আজও বালিজুরি গ্রামে  মুক্তকেশী রূপে পুজিত হন মা কালী ।















গ্রামের মুখোপাধ্যায় পরিবারের এক তরুণ সদস্য চন্দ্রচূড় মুখোপাধ্যায় বলেন, বালিজুরি গ্রামের এই মুক্তকেশী মায়ের পুজো প্রাচীনকাল থেকেই ব্যানার্জি পরিবারের পুজো নামেই পরিচিত । অন্যান্য কালির মতো তান্ত্রিক মতে পুজো হয় না এখানে । মুক্তকেশী মায়ের পুজো হয় সম্পূর্ণ বৈদিক মতে । এছাড়াও বালিজুরি গ্রামের এই ব্যানার্জি পরিবারে রয়েছে রাজ্যের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। বর্তমানে এই মুক্তকেশী  কালী  সেটি আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পুজো । 













তাই কালীপুজোর দিন বছরে একবার ব্যানার্জি পরিবারের সকলেই বালিজুরি গ্রামে মায়ের পুজোয় হাজির হন । ছাগ বলিদান প্রথা রয়েছে এই মায়ের পুজোয় । পুজো ঘিরে হয় নরনারায়ন সেবা । এলাকার হাজার খানেক মানুষ মায়ের প্রসাদ খেতে ভিড় জমান এখানে । গ্রামের ছেলে তথা রাজ্যের নামকরা ব্যক্তিত্ব  আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই কালীপুজোয় প্রচুর ভক্তের সমাগম হয় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad