সংবাদদাতা,জামুরিয়া : - জামুড়িয়া (Jamuria)থানার অন্তর্গত শ্রীপুর ফাড়ির কালী মন্দিরের কাছে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । সূত্র মারফত জানা যায় নিংঘা কালী মন্দিরের এলাকার তাপস চৌধুরীর (৪৫) মৃতদেহ পাশের একটি নালায় পাওয়া যায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে (Asansol Hospital) ময়না তদন্তের জন্য পাঠায় ।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি কল্যাণ মহান্তি বলেন, মঙ্গলবার সকালে এলাকার ইসিএলের (ECL) আবাসনে জল ঢুকে যায়। স্থানীয়রা নিকাশী নালা পরিষ্কারের কাজে লাগে। নিকাশি নালা পরিষ্কার করার সময় তারা ড্রেনের মধ্যে একটি মৃতদেহ আটকে থাকতে দেখেন। পরে জানা যায় মৃত দেহটি এলাকার তাপস চৌধুরীর । স্থানীয়রা জানান, দিনের মধ্যে মৃতদেহ দেখেই খবর দেওয়া হয় শ্রীপুর ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে, ঘটনার তদন্ত শুরু করেছে । কিভাবে ড্রেনের মধ্যে তাপস চৌধুরীর মৃতদেহ এলো? সব বিষয়ে তদন্ত করছে পুলিশ।