তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক কিশোরী কে অপহরণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃতদের নাম মিহির বাউরি ও রাহুল বাউরি।ধৃত দু জনেরই বাড়ি ফরিদপুরের গৌর বাজার এলাকায়। গত দু মাস আগে কাঁকসা থেকে এক কিশোরী নিখোঁজ হয়ে যায়।
কিশোরীর পরিবারের সদস্যরা কাঁকসা থানার দারস্ত হলে কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে গত ৩দিন আগে মিহির বাউরি নামের ব্যক্তিকে গ্রেফতার করে মহকুমা আদালতে পেশ করলে মহকুমা আদালতের বিচারক তাকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশি হেফাজতে নিয়ে কাঁকসা থানার পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কিশোরীর সন্ধান পায়।এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ওই ব্যক্তির ছেলে রাহল বাউরি কে শনিবার রাত্রে গ্রেফতার করে পুলিশ পাশাপাশি নিখোঁজ হওয়া কিশোরীকেও উদ্ধার করে রবিবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।