তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সোমবার কালীপুজোর রাতে পানাগড়ের রেল কলোনী এলাকায় দুই পাড়ার সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত ব্যক্তির নাম মিঠুন পাশোয়ান।ধৃতের বাড়ি পানাগড়ের রেলপার এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে কালী পুজোর রাত্রে পানাগড়ের রেল কলোনী এলাকায় দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বাঁধে।আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন।তার মধ্যে এক যুবক গুরুতর আহত হয়।বর্তমানে কাঁকসার রাজবাঁধে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বুধবার ধৃত মিঠুনকে পাশোয়ান কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।