সংবাদদাতা,পূর্ববর্ধমান:- দীর্ঘদিন ধরে গ্রাম সংসদ সভা হয় না। কিভাবে পঞ্চায়েত কাজ করছে না করছে সেই বিষয়ে কিছুই জানতে পারেন না গ্রামের মানুষজন। প্রতিবাদে শুক্রবার পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের পলাশন অঞ্চলে সি পি আই এমের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল পলাশন গ্রাম পঞ্চায়েত অফিসে।
বাম নেতৃত্বের দাবি গ্রাম সংসদ সভার আয়োজন করার মাধ্যমে ২০১৮-১৯ সাল থেকে ২০২২-২৩ পর্যন্ত যা কাজ হয়েছে তার সম্পূর্ণ হিসেব দিতে হবে গ্রাম পঞ্চায়েত কে। শুধু তাই নয় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ এমনকি কাজের বকেয়া টাকা পর্যন্ত এখনো দেওয়া হয়নি গরিব খেটে খাওয়া মানুষদের একাউন্টে।