সংবাদদাতা, অন্ডাল : সোনার হার ছিনতাই এর চেষ্টা করার অভিযোগে এক ডিম বিক্রেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কাজোরা গ্রামের মন্ডল পাড়ায় ।
সুত্র মারফত জানা গেছে এদিন সকালে শেখ জালাল নামে এক বিক্রেতা ডিম বিক্রি করতে কাজোরা গ্রামের মন্ডলপাড়ায় আসেন । চায়না ঠাকুর (৬৫) নামে এক বৃদ্ধা ডিম কিনছিলেন । সেই সময় তার গলায় সোনার হার টি ছিনতাই করে পালানোর চেষ্টা করে ওই দুষ্কৃতী বলে অভিযোগ ।
বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের স্থানীয় বাসীন্ধারা দৌড়ে এসে ওই ডিম বিক্রেতাকে পাকড়াও করে । পরে তারা ওই দুষ্কৃতিকে পুলিশের হাতে তুলে দেন । ধৃতের বাড়ি বীরভূমের সদাইপুর থানার সাহাপুর গ্রামে । তবে ঘটনাটি সম্পর্কে এদিন সন্ধ্যা পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে থানা সূত্রে খবর । ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।