সংবাদদাতা,পূর্ববর্ধমান:- 'কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করা হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আদিবাসী কল্যাণ সমিতির। কুড়মি সম্প্রদায়কে এসটি করার চেষ্টার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দুপুরে বর্ধমান (Bardhaman) শহরের কার্জনগেট (Curzon Gate) চত্ত্বরে বিক্ষোভ দেখাল আদিবাসী কল্যাণ সমিতি । সমিতির অভিযোগ, এসটি হওয়ার নির্ধারিত বৈশিষ্ট্য না থাকা সত্ত্বেও অবৈধভাবে, অনৈতিকভাবে কুড়মী সম্প্রদায়কে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার প্রয়াস চালানো হচ্ছে। তার বিরুদ্ধেই এই প্রতিবাদ ও বিক্ষোভ ।
'কড়মি সম্প্রদায়কে এসটি করা হলে রাজ্যে আগুন জ্বলবে' বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। প্রয়োজনে রেল রোখা থেকে শুরু করে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানালেন তারা, এবং আগামী লোকসভা ভোটে ভোটবাক্সের মধ্যে দিয়েও এর প্রতিবাদ হবে বলে জানান তারা। এদিন বিক্ষোভ শেষে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয় আন্দোলনকারীরা।