তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- নবান্ন অভিযানে যাওয়ার পথে পানাগড় স্টেশন থেকে আটক করা হলো বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা ও জেলা কিষান মোর্চার নেতা কৃষ্ণদয়াল কর্মকার। গণতন্ত্রের হত্যা করা হোচ্ছে এমনটাই অভিযোগ তোলেন বিজেপি নেতা রমন শর্মা। এদিন পানাগড় স্টেশনে নজরদারি চালান কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল ও কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ সহ বিশাল পুলিশ কর্মীরা।সকাল সাড়ে ৮টা নাগাদ নবান্ন অভিযানে যাওয়ার পথে জেলার দুই নেতাকে গ্রেফতার করা হয়।