তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে মজবুত করতে ও আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে দলীয় কর্মীদের নিয়ে দুর্গাপুরের গোপালপুরে একটি মেরেজ হলে বৈঠক করলেন তৃণমূলের জেলা যুব সাধারণ সম্পাদক রমেন্দ্র নাথ মন্ডল।এদিন রমেন্দ্রনাথ মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মন্ডল সহ অন্যান্য শাখা সংগঠনের সদস্যরা।
পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা যুব সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ মন্ডল জানিয়েছেন দলকে মজবুত করতে তারা গোপালপুর অঞ্চলের কর্মী সমর্থকদের নিয়ে সভা করেন।পাশাপাশি আসন্ন দুর্গাপুজোর মরসুমেও কিভাবে সাধারণ মানুষের সাথে কিভাবে যোগাযোগ রেখে জন সংযোগ বাড়ানো যায় সেই বিষয়ে আলোচনা করা হয়।