Type Here to Get Search Results !

অল্পের জন্য রক্ষা পেল এক ক্ষুদে স্কুল পড়ুয়া




সংবাদদাতা পাণ্ডবেশ্বর :- শুক্রবার পাণ্ডবেশ্বর থেকে উখড়া দিকে যাচ্ছিল একটি বালি বোঝায় লরি ।  বেলা 11 টা নাগাদ পাণ্ডবেশ্বর এর ওসিপি কলোনি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটা ড্রেনে ঢুকে যায় বালি বোঝায় লরিটি । একবারে রাস্তায় সামনে রয়েছে একটা কাঠমিস্ত্রির বাড়িও । দুর্ঘটনাটি প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী জানান, যে সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে চলে আসে ঠিক সেই সময়ে ওই জায়গায় দাঁড়িয়ে ছিল বাচ্চা স্কুল পড়ুয়া । সেই বাচ্চাটি সেই সময়েই তার গৃহ শিক্ষকের কাছে পড়তে এসেছিল । 







হঠাৎ লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটা ড্রেনে নেমে গেলেই আটকে যায়। সৌভাগ্যবশত বেঁচে যায় বাচ্চাটি । নইলে আজকে খুব বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এই রাস্তায় । স্থানীয় বাসিন্দা বেলা সূত্রধর জানান, এই রাস্তার ওপর দিয়ে অনবরত বেপরোয়া ভাবে কয়লা ও বালির লরি গুলি যাতায়াত করে । সন্ধ্যা হলেই কয়লা বোঝায় বড় বড় ১৬ চাকার গাড়ি গুলি মারাত্মকভাবে যায় এই রাস্তার উপর দিয়ে । তিনি জানান যেহেতু রাস্তার সামনে রয়েছে তাদের বাড়ি, কয়লা ও বালির লরি গুলি যাতায়াতের সময় এ  রাস্তা থেকে অনেকটা দূরে সরে যেতে হয় এমন বেপরোয়া ভাবে যাতায়াত করে।






 স্থানীয়রা দাবি করেন কুমারডিহি ওসিপির ১১ নম্বর থেকে কুমারডিহি এ কোলিয়ারির গেট পর্যন্ত নেই একটাও বাম্পার । কয়লা ও বালির লরি গুলির গতি থাকে অনেক বেশি।  যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে । তাই তারা চান এই রাস্তার ওপর বেশ কয়েকটি বাম্পার তৈরি করুক প্রশাসন । এই দুর্ঘটনার জেরে রাস্তার পাশেই থাকা একটা সাঁকো ভেঙে যায় নষ্ট হয় একটা জলের পাইপলাইনও । লরির মালিক ভেঙ্গে যাওয়া সাঁকো ও জলের পাইপলাইন মেরামতের আশ্বাস দিলে পরে ওই জায়গা থেকে লরিটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad