তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল সাত জন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে পানাগড় বাইপাশে দু নম্বর জাতীয় সড়কে পানাগড় গ্রাম সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ লেখা গাড়িটিতে মোট সাতজন পুলিশ কর্মী ছিলেন। তারা সকলেই উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর থেকে আসানসোলে যাচ্ছিলেন। পানাগড় বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে যায় গাড়িটি।গাড়িতে থাকা সাতজন আহত হয়।