তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- যুদ্ধকালীন তৎপরতায় শুরু হলো পানাগড় বাইপাশের সার্ভিস রোড মেরামতের কাজ। জাতীয় সড়কের সার্ভিস রোড বেহাল থাকার কারণে গত সোমবার পানাগড়ের হাসপাতাল মোড় থেকে জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে কোলকাতা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়।
দুর্ঘটনার জেরে কোলকাতা গামী রাস্তায় যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে পড়ে।মঙ্গলবার রাত্রে ৪টি ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্থ ট্যাংকারটিকে উদ্ধার করে অন্যত্র সরানো হয়।তবে রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে কোলকতাগামী সার্ভিস রোডে যান চলাচল বন্ধ রাখা হয় মঙ্গলবার রাত থেকে।
বুধবার সন্ধ্যা থেকে বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু হয়।যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় বেহাল রাস্তা মেরামতের কাজ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি সহ ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।