তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-কলকাতা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন পূজা মন্ডপের শুভ উদ্বোধন করেন । সেইমতো পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের মিত্র সংঘ ক্লাবের পূজা মন্ডপের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
এদিন উদ্বোধন অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি সন্দীপ চট্টরাজ, এসিপি সুমন কুমার জয়সওয়াল, কাঁকসার ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত অধিকারি প্রসেনজিৎ বসাক , ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং, কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য্য, সমাজসেবী অশোক মুখার্জি পিরু খান সহ অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দরা।
ভার্চুয়ালি উদ্বোধনে খুশি হয়েছেন ক্লাবের সদস্যরা।ক্লাবের সম্পাদক উত্তম কেশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাদের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন ।তার পরেই ফিতে কেটে দ্বার উদঘাটন করেছেন কাঁকসার এসিপি।তদের এই পুজো ৮০ বছরে পদার্পন করেছে।উদ্বোধনের পরেই মণ্ডপে প্রতিমা দর্শনে ভিড় জমান মানুষ।
পাশাপাশি এদিন বুদবুদ সংহতি ক্লাবের পরিচালনায় 50তম সুবর্ণ জয়ন্তী বর্ষ সর্ব্বজননি দূর্গােৎসব ভারর্চুয়াল শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন গলসী বিধানসভা বিধায়ক নেপাল ঘরুই, বুদবুদ সংহতি ক্লাব দূর্গােপূজা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী মোঃ জাকির হোসেন,গলসী ১নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়া ,গলসী ১নং ব্লক BDO দেবলীনা দাস।বুদবুদ থানা ভারপ্রাপ্ত OC মোঃ ময়নুল হক,বিশিষ্ট সমাজসেবী সুন্দর পাসয়ান, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য'রা, পঞ্চায়েত প্রধান'রা সহ বুদবুদ সংহতি ক্লাবের সদস্য'রা।