সংবাদদাতা,পূর্ববর্ধমান:- নৌকা থেকে দামোদরের জলে পড়ে তলিয়ে গেল যুবক।পূর্ববর্ধমানের গলসি জুজুটির কাছে দামোদর নদীতে তলিয়ে এক যুবক। নিখোঁজ ওযুবকের নাম শানু রায়(২৬)।স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দামোদরের ওপারে কাজে গিয়েছিলেন শানু। সেখান থেকে নৌকায় চড়ে তিনি বাড়ি ফিরছিলেন।তার সঙ্গে নৌকায় আরও দুজন শ্রমিক ছিলেন।
নৌকাটি নদের জলের মাঝামাঝি যেতেই আচমকা নৌকা থেকে নদীর জলে পরে তলিয়ে যায় শানু। তারপরই নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয়রা। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। ততক্ষণে সন্ধা ঘনিয়ে আসে। বুধবার সকালে বিপর্যয় মোকাবিলা দপ্তরের দুটি স্পিড বোর্ড ডুবুরি নিয়ে দুর্ঘটনাস্থলে যায়।
একদিকে স্পিড বোর্ড ও ডুবুরী নামিয়ে অন্যদিকে কাঁটা দিয়ে শুরু হয় খোঁজাখুজি। দুপুর গড়িয়ে গেলেও শেষ পাওয়া খবর পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি।