সংবাদাতা,বসিরহাট:- বসিরহাট মহকুমার মধ্যে ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয় বলতে গেলে নাম উঠে আসে বসিরহাট প্রাথমিক বিদ্যালয়ের।শিক্ষক দিবস উপলক্ষে আজ বসিরহাট প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করা হলো স্কুল প্রাঙ্গনে।স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী ও পাশাপাশি স্কুলের প্রাক্তন শিক্ষকরা আজ বসিরহাট প্রাথমিক বিদ্যালয় শিক্ষক দিবসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।বাদ যায়নি অভিভাবকরা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক দত্ত সহ একাধিক নেতৃত্বরা ।
এদিন স্কুল প্রাঙ্গনে শিক্ষক দিবস অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীরা গান, আবৃত্তি, নাচ, আঁকা, নাটক সহ একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বসিরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ দাস বলেন, বসিরহাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা আজ শিক্ষক দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রাক্তন শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আজ আমরা শিক্ষক দিবস পালন করলাম। স্কুল প্রাঙ্গনে এই শিক্ষক দিবসে আমাদের স্কুলের শিক্ষক-শিক্ষিকা দের আরো দায়িত্ব বেড়ে গেল ।ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সমাজের মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
এর আগে ও এই স্কুল থেকে অনেক প্রতিভাবান ছাত্র-ছাত্রী আজ সমাজের মুখ উজ্জ্বল করেছে। আমাদের স্কুলের কোন ছাত্র-ছাত্রী যদি টাকার অভাবে পড়াশোনা ক্ষেত্রে সমস্যা হলে আমরা স্কুল কর্তৃপক্ষ থেকে শিক্ষক শিক্ষিকারা এর আগেও পাশে দাঁড়িয়ে ছিলাম আগামীদিনেও সাহায্যের হাত বাড়িয়ে দেব।শিক্ষক দিবসে এই অঙ্গীকার বদ্ধ করলেন বসিরহাট প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকারা।