সংবাদদাতা,পূর্ববর্ধমান:- ফের বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।এবার বিজেপি প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দীকে জেলা সভাপতি চেয়ে পোস্টার পড়লো বর্ধমান শহরে৷ রবিবার সকালে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগেটের পাশে কোটকম্পাউণ্ড,বীরহাটা সহ শহরের বিভিন্ন জায়গায় পোস্টার দেখা যায়।
বর্তমান জেলা সভাপতি অভিজিৎ তা-কে নিয়ে দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ আছে একেবারে প্রথম থেকেই। তারপর রবিবাসরীয় সাতসকালে এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে যেমন, তেমনি বর্ধমান জেলা বিজেপির অন্দরের রূপ প্রকাশ্যে আসায় জেলা নেতৃত্ব বেশ বিড়ম্বনায়।
এই বিষয়ে বিজেপি জেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, এই পোস্টারের দল সঙ্গে দলের কোন সম্পর্ক নেই। এটা বিরোধী দলের চক্রান্ত।
তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু টেলিফোনে বলেন, ওদের পোস্টার ওরা ভালো বলতে পারবে। এমনিতেই দলটা পোস্টারে পরিণত হয়েছে।
এই বিষয়ে সন্দীপ নন্দীর কেন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।তার মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে কোন যোগাযোগ করা যায় নি।