তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড়ে এই বছর থেকে শুরু হতে চলেছে পানাগড় প্রিমিয়ার ক্রিকেট লীগ।প্রিমিয়ার লিগে এই বছর ৮টি দল অংশগ্রহণ করেছে।বুধবার দুর্গাপুরের পানাগড় বাজার কমিউনিটি হলে ক্রিকেট দলের নিলাম অনুষ্ঠিত হয়।
এদিন অনুষ্ঠানে প্রাক্তন খেলোয়াড়রা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উদ্যোক্তা জানিয়েছেন এই বছর পানাগড় ও দুর্গাপর থেকে মোট ৮টি ক্রিকেট দল নিয়ে খেলা শুরু হবে।খেলাটি আইপিএল এর ধাঁচে হবে।