সংবাদদাতা,অন্ডাল :- অন্ডাল ব্লকের খাঁন্দরা থেকে সিদুলি যাওয়ার রাস্তার ঠিক পাশেই রয়েছে কয়েকটি খাটাল । আর খাটালের গবাদি পশুর গোবর, নোংরা আবর্জনায় দিনে দিনে ভরছে রাস্তা । এ কারণেই সংকুচিত হচ্ছে রাস্তা, বাড়ছে দূষণ ছড়াচ্ছে দুর্গন্ধ । সমস্যায় পথ চলতি মানুষ থেকেই স্থানীয় বাসিন্দারাও।
এ ব্যাপারে অন্ডাল ব্লকের তৃণমূলের যুব সভাপতি গণেশ বাদ্যকর জানান, ইতিমধ্যেই তিনি ওই রাস্তাটির ব্যাপারে তার ওই সংসদের সদস্যদের কাছে শুনেছেন। গনেশ বাবু বলেন খাটাল মালিকদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে । তিনি বলেন গরিব মানুষ ব্যবসা করছে করুক কিন্তু ব্যবসার দরুন রাস্তা খারাপ হতে দেওয়া যাবে না ।
তাই অবিলম্বে খাটালের নোংরা আবর্জনা রাস্তার পাশে ফেলতে দেওয়া নিষেধ করা হয়েছে। এরপরও যদি খাটাল মালিকরা কথা না শোনেন তাহলে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে । তৃণমূলের যুব সভাপতি আশ্বাস দেন শীঘ্রই রাস্তাটি নোংরা আবর্জনা মুক্ত হবে দূষণ রোধ হবে এলাকার মানুষের সমস্যা নিবারণ হবে ।