সংবাদদাতা,পূর্ববর্ধমান:- ক্লাব ভাংচুরের অভিযোগ উঠল বর্ধমান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। ১ নম্বর ওয়ার্ডে লক্ষ্মীপুর মাঠে এলাকার ঘটনা।
ঘটনা সূত্রে জানাযায় ক্লাবের মধ্যে চলতো এনজিওর কাজ।এনজিওর সদস্যদের অভিযোগ ওই এলাকার কাউন্সিলের সুমিত শর্মার নেতৃত্বে কিছু যুবক এসে তাদের ক্লাব ও গাড়ি ভাঙচুর করে বৃহস্পতিবার রাতে।
পাশাপাশি মহিলাদের সাথে অশ্লীল আচরণ করে। এমনকি তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর সুমিত শর্মা।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ,ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।