সংবাদাতা,দুর্গাপুর :- দুর্গাপুর 15 নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধ'র রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল দুর্গাপুর থানার পুলিস।পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম অসম খান (৬৫)। বাড়ি অণ্ডাল থানার কাজোড়া এলাকায় বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।ওই বৃদ্ধ আখরোট, কাজুবাদাম সহ বেশ কিছু জামা কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানাগেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষকাপুর প্লট এলাকায় একটি বাড়িতে বেশ কয়েক বছর ধরে তিনি ভাড়া থাকছিলেন। এদিন তাদের কাজের লোকেরা আসেন এসে দেখেন ঘরের দরজায় তালা লাগানো আছে।এবং সেই দরজা বন্ধ থাকে দেখে তাদের সন্দেহ হয়। তারা পুলিসে খবর দেয়।
পুলিস এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে আছে অসম খানের। অসম খানের সঙ্গে এক যুবক ওই বাড়িতে ভাড়া থাকতেন বলে জানতে পারা গেছে। তারা একসঙ্গে কাজ করতেন।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।