নীলেশ দাস ,আসানসোল:- সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে চার বছরের সন্তানকে নিয়ে পরিত্যক্ত খনিতে ঝাঁপ দিল এক মহিলা।কুলটি থানার নিয়ামতপুরের বামুনডিহার ঘটনা।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দমকল এবং ইসিএলের উদ্ধারকারী দল পৌচ্ছায়।প্রথমে সন্তানকে উদ্ধার করা হয়।এরপর ঘন্টা খানেকের চেষ্টায় ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে।
দুইজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।মৃতার নাম সুমন ঠাকুর ও সুমিত ঠাকুর।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্র।কি কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।