তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে ২টি বেআইনি বালি বোঝাই ট্রাক্টর আটক করলো কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।সোমবার সকালে অভিযানে নেমে কাঁকসার সিলামপুর এলাকা থেকে বালি বোঝাই ট্রাক্টর গুলিকে আটক করা হয়।
কাঁকসার বিএল আর ও দফতর সূত্রে জানা গেছে ওই ট্রাক্টরগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জরিমানা করা হবে। গত রবিবার ৩টি বেআইনি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়েছিলো। সোমবার ফের দুটি ট্রাক্টর আটক করা হয়।পাশাপাশি এই ধরণের বালি পাচার যাতে আগামী দিনে না কেউ করতে পারে তাই আগামী দিনেও অভিযান চলবে বলে জানা গেছে।