তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো কাঁকসার ডাঙ্গাল এলাকায়।মঙ্গলবার কাঁকসার জঙ্গলমহল আদিবাসী উন্নয়ন কমিটির উদ্যোগে এবং কাঁকসা থানার সহযোগিতায় টাঙ্গাইল এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানের সূচনা করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম, এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা, কাঁকসার আইসি সন্দীপ চট্টরাজ এবং কাঁকসার এসিপি সহ পুলিশ আধিকারিকরা, বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদি, কাঁকসার বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
কাঁকসা বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদী জানিয়েছেন প্রশাসনের সহযোগিতায় আজ বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে ডাঙ্গাল এলাকায়।আজকের দিনে এলাকার বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেছেন এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে চরম উৎসাহ রয়েছে এই দিবসকে ঘিরে