তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- চলতি মাসের গত ১৮তারিখে কাঁকসার বনকাটি এলাকায় পাকা রাস্তা নির্মান করার জন্য টেন্ডার করা হয়।টেন্ডার প্রকাশে আসতেই রাস্তা নির্মান নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা ও বিজেপি নেতৃত্ব।অভিযোগ,টেন্ডারের আগেই ওই রাস্তা নির্মান হয়ে গেছে। টেন্ডারের আগেই যদি রাস্তা নির্মান হয়ে যায় তবে এই বিষয়ে বড়সড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব।
কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদিকে এই বিষয়ে জানার জন্য ফোন করা হলে তিনি স্পষ্ট জানিয়েছেন এই বিষয়টি তার অধীনে নেই, তাই তিনি কিছু জানাতে পারবেন না বলে জানিয়েছেন।
অন্যদিকে,বিজেপির বর্ধমান সদরের জেলা সহ সভাপতি রমন শর্মা জানিয়েছেন ' বনকাটি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাল গ্রামে দুর্গা মন্দির থেকে প্রশান্ত ধারার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণের টেন্ডার হলো গত দু দিন আগে। সেই রাস্তা কিভাবে প্রায় ১০ মাস আগে নির্মাণ করা হয়েছে। নির্মাণ হয়ে যাওয়া রাস্তার টেন্ডার ফের কি ভাবে হয়।কেন্দ্রের পাঠানো টাকা নয়ছয় করা হোচ্ছে এই টেন্ডার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে।'
তিনি জানান এই বিষয়ে তারা দলের পক্ষ থেকে কাঁকসার বিডিও কে অভিযোগ জানিয়েছেন সমস্ত প্রমান তথ্য সহ।এখন বিডিও কি ব্যবস্থা নিচ্ছে সেটার অপেক্ষায় তারা রয়েছেন। যদি এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীরা শাস্তি না পায় তবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।