তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সহ একাধিক নেতা মন্ত্রীর নানান দুর্নীতি প্রকাশ্যে আশায় দোষীদের গ্রেফতারের দাবিতে রাজ্য জুড়ে 'চোর ধরো জেল ভরো' কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি।পাশাপাশি শাসক দলের একাধিক নেতা মন্ত্রী নানান দুর্নীতির সাথে যুক্ত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবিতে ব্লকে ব্লকে নানান কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি । সেইমতো সোমবার বিকালে পানাগড় গ্রামে পথসভা অনুষ্ঠিত হয় বিজেপি কর্মী সমর্থকদের।
কাঁকসা দু'নম্বর মন্ডলের পক্ষ থেকে এদিন প্রতিবাদ সভায় যোগ দেন বিজেপির কাঁকসা দু'নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী, এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডলের সদস্যরা সহ বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা।এদিন প্রতিবাদ সভা থেকে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদ জানানোর পাশাপাশি গরু পাচার কাণ্ডে সি বি আই এর হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলের কঠোরতম শাস্তির দাবি জানান বিজেপি কর্মীরা।