তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-বেতন বৃদ্ধির দাবিতে কাঁকসার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের গেটের সামনে কাজ বন্ধ করে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে অবস্থান-বিক্ষোভে বসলেন বিদ্যালয়ের অস্থায়ী কর্মীরা।বিক্ষোভকারীদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে যে ঠিকা সংস্থার অধীনে তারা কাজ করছে সেই ঠিকা সংস্থার আধিকারিকদের বারবার জানানো হলেও তারা এই বিষয়ে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
বাধ্য হয়ে তারা ব্লক আধিকারিকের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছিলেন কিন্তু তার পরেও কোন সূরাহা হয়নি তাদের।তাই বাধ্য হয়ে সোমবার সকাল থেকেই তারা কাজ বন্ধ রেখে আট জন ঠিকা কর্মী।যত দিন না তাদের বেতন বৃদ্ধি হচ্ছে ততদিন তারা কাজে যোগ দেবেন না। এবং কাজ বন্ধ রেখে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।যদিও এই বিষয়ে ঠিকা সংস্কার আধিকারিকরা বিক্ষোভকারীদের আলোচনায় বসার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।