সংবাদাতা,পূর্ববর্ধমান:- লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের হাল্লা বোল। রবিবার বিকালে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বর্ধমান শহরে মিছিল করল জাতীয় কংগ্রেস। শহরের কেশবগঞ্জ এলাকা থেকে কংগ্রেস কর্মীরা বাজনা বাজিয়ে মিছিল শুরু করে। জিটি রোড হয়ে মিছিল শেষ হয় কার্জনগেট চত্ত্বরে।
মিছিল শেষে কংগ্রেস নেতা অভিজিৎ ভট্টাচার্য জানান, দৈনন্দিন সমস্ত জিনিসপত্র সহ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম প্রতিদিন বাড়ছে। দৈনন্দিন ব্যবহারের সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদেই আমাদের এই আন্দোলন বলে জানান তিনি । জাতীয় ও রাজ্যস্তরের নেতৃত্বের নির্দেশে সর্বত্রই এই হাল্লা বোল কর্মসূচি পালন হচ্ছে বলে জানালেন অভিজিৎ বাবু।