Type Here to Get Search Results !

খবরের জেরে ডেঙ্গি সচেতনতায় উদ্যোগী পঞ্চায়েত



সোমনাথ মুখার্জী, পাণ্ডবেশ্বর:- কয়েকদিন আগেই পাণ্ডবেশ্বর  বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারডিহি গ্রামে  ডেঙ্গির সর্তকতা নিয়ে হয়েছিল খবর। গ্রামের জায়গায় বৃষ্টি জল জমে বেড়েছিল মোশার উপদ্রব । আর এ কারণেই ডেঙ্গির আতঙ্ক ছড়িয়েছিল গ্রামে । খবর হতেই উদ্যোগ নিল নবগ্রাম পঞ্চায়েত । 






গ্রামের বিভিন্ন জায়গায় বুধবার স্প্রে করা হলো কীটনাশক । নবগ্রাম অঞ্চল সভাপতি খোকন মন্ডল জানান, ডেঙ্গি মশার প্রাদুর্ভাব রুখতে নবগ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি গ্রামে নোংরা আবর্জনা এবং জমে থাকা জলে কীটনাশক স্প্রে করা কাজ শুরু হয়েছে । কুমারডিহি গ্রামেও বুধবার থেকে শুরু হয়েছে কীটনাশক স্প্রে করার কাজ । অঞ্চল সভাপতি জানান একদিনে সম্পূর্ণ গ্রামে কীটনাশক স্প্রে করা সম্ভব নয় তাই এই কাজ লাগাদ আর চলবে । ডেঙ্গি দমনে পঞ্চায়েতের এই উদ্যোগে  খুশি গ্রামের মানুষ ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad