সংবাদাতা,পূর্ববর্ধমান:- শক্তিগড় রেলস্টেশনে জোরদার আন্দোলনে রেল হকাররা।তাদের দাবি আর পি এফ স্বেচ্ছাচারিতা করছে। দমন পীড়ন চালিয়ে টাকা আদায় করছে। এর বিরুদ্ধে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।বঙ্গীয় হকার সম্মেলনের সাধারণ সম্পাদক নাদিম হোসেন মল্লিক জানান, এক মাস আগে রসুলপুর থেকে এক হকারকে তুলে আনা হয়। তার কাছে নিয়মিত আর পি এফ কে টাকা দেবার দাবি করা হয়। অস্বীকার করলে ডাকাতি ও মহিলা কামরায় ওঠা সহ নানা কেস দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।
এই নিয়ে তারা ডেপুটেশন দিতে এলে একটা মীমাংসা হয় জি আর পির উপস্থিতিতে। কিন্তু তারপরও নাদিমবাবুর নামে একটি শমন জারি করা হয়। তার বিরুদ্ধে এই বিক্ষোভ।তারা জানান ,রাষ্ট্র আমাদের কাজ দিতে পারেনি। চুরি না করে হকারি করছি। এই কাজে বাধা দিতে গেলে জোর লড়াই হবে।