তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বিজেপির কর্মচারী সংগঠনকে হারিয়ে জয়ী হলো বাম কর্মচারী সংগঠন।আর এই খুশিতে বৃহস্পতিবার পানাগড়ে আনন্দে মেতে উঠলেন বাম কর্মচারী সংগঠনের সদস্যরা।পানাগড় সেনা ছাউনির অধীনস্থ কেন্দ্র সরকারের কর্মচারীদের ইউনিয়নের নির্বাচন হয় বুধবার।নির্বাচনে বাম ও বিজেপির সংগঠনের পক্ষ থেকে ৯টি সিটে প্রতিদ্বন্ধিতা করা হয়।
মোট ভোটার ছিলো 378 জন।যার মধ্যে ভোট পরে 251 টি।বিজেপির সংগঠনকে হারিয়ে নির্বাচনে ৬টি সিটে জয়ী হয় বাম সংগঠনের কর্মচারীরা। বুধবার সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা হয়।বৃহস্পতিবার সেনা ছাউনির ডিউটি শেষ করে পানাগড়ে একে অপরকে লাল আবির মাখিয়ে আনন্দে মেতে ওঠেন বাম কর্মচারী সংগঠনের সদস্যরা।
তারা জানিয়েছেন যেহেতু নির্বাচনের ফল ঘোষণা হতে সন্ধ্যা হয়ে যায় তাই এদিন তারা জয়ী হওয়ার আনন্দে মেতে ওঠেন এবং জয়ী সদয়দের শুভেচ্ছা জানিয়েছেন।পাশাপাশি কেন্দ্রের নীতির বিরুদ্ধে তাদের যে আন্দোলন সেই আন্দোলন নির্বাচনে জেতার ফলে আরও শক্তিশালী হলো বলে জানিয়েছেন।