তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পাচার হওয়ার আগেই কাঁকসায় উদ্ধার হল বিপুল পরিমাণের টিয়া পাখি। টিয়া পাখি পাচারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে একটি গাড়ি।পানাগর বনদপ্তরের রেঞ্জার সুভাষচন্দ্র পাল জানিয়েছেন আব্দুল কাদের এবং মোহম্মদ ফুলবা নামের দুই ব্যক্তি আসানসোল থেকে একটি ছোট গাড়ি করে টিয়া পাখি গুলিকে বর্ধমানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
সূত্র মারফত খবর পেয়ে তারা দু'নম্বর জাতীয় সড়কের ওপর বাসকপা টোল প্লাজার কাছে গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে ২০৫টি টিয়া পাখি এবং দুটো হরিয়াল ঘুঘু উদ্ধার করে। ধৃত দুজন বর্ধমানের বাসিন্দা তাদের আজ মহকুমা আদালতে পেশ করা হবে।