সংবাদাতা ,পূর্ববর্ধমান:- বিচারের দাবীতে থানায় হাজির. হলেন পূর্ব বর্ধমানের গলসির বন্দুটিয়া গ্রামের শ'খানেক মানুষ। শুক্রবার সন্ধ্যায় তারা দুটি ট্রাক্টর, দুটি চারচাকা ও বেশকিছু বাইক নিয়ে থানার উপস্থিত হন। উল্লেখ্য গত ২৬ জুন রবিবার গলসির ইরকোনাতে এক যুবকের ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। মৃত ওই যুবকের নাম সেখ মনিরুল( ২৭) । তিনি গলসি থানার বন্দুটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
সেই ঘটনায় মৃতের পরিবার থানায় অভিযোগ জানায়। মৃতের বাবা ও ভাইয়ের অভিযোগ, সেখ মনিরুল কে খুন করা হয়েছে। তবে দোষীদের গ্রেপ্তার করছে না পুলিশ বলে অভিযোগ। ওই ঘটনায় তারা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
প্রসঙ্গত, গত ২৩ জুন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিল মনিরুল। পরিবারের লোকেরা বিভিন্ন আত্মীয় পরিজনদের কাছে খোঁজ খবর নেন। ওই বিষয়ে তারা গলসি থানায় একটি নিখোঁজ ডাইরি করেন। এরপরই, পাশের গ্রাম ইরকোনার একটি গোয়াল ঘরের দোতালার পরিত্যক্ত ঘর থেকে মনিরুলের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।