সংবাদাতা,পূর্ববর্ধমান:- পূর্ব বর্ধমানের রায়না ব্লকের উচালন অঞ্চলে মিলল মানুষের মাথার খুলি ও হাড়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন স্থানীয় অপরাজিত রাইস মিল এবং মা সারদা রাইস মিলের মধ্যবর্তী স্থানে একটি খোলা জায়গায় দেখা যায় মানুষের পাঁজরের হাড় ও মাথার খুলি পরে রয়েছে।এগুলি পড়েছিল ওই দুই রাইস মিলের মাঝের এলাকায় বলে জানাগেছে।এরপর স্থানীয়রা পুলিশ কে খবর দিলে,
খবর পেয়ে মানুষের পাঁজরের হাড় ও মাথার খুলি উদ্ধার করে নিয়ে যায় মাধবডিহি থানার পুলিশ।স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই কঙ্কালটি ওই এলাকার কারো নয়।অন্য কোন এলাকার মানুষের কঙ্কাল বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের।ইতিমধ্যেই তদন্তের স্বার্থে মানুষের পাঁজরের হাড় ও মাথার খুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে মাধবডিহি থানার পুলিশ।স্থানীয় বাসিন্দারা চাইছেন ঘটনাটির পূর্ণ তদন্ত করুক পুলিশ প্রশাসন।কোথা থেকে এলো মানুষের মাথার খুলি ও হাড় তা তদন্ত করে দেখছে পুলিশ।