তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মঙ্গলবার সন্ধ্যায় কাঁকসার পানাগড় গ্রামে গণেশ পুজোর সূচনা হলো। অষ্টম বছরে পদার্পণ করল এবছর পানাগর গ্রামের গণেশ পূজো উৎসব।এদিন পুজোর সূচনা করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়।তিনি ছাত্রদের কাছ থেকে বছরে মাত্র দু টাকা পারিশ্রমিক নিয়ে ছাত্রদের শিক্ষাদান করেন।এদিন ফিতে কেটে পুজোর সূচনা করেন তিনি।
পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন বুধবার গণেশ চতুর্থী।তার আগে মঙ্গলবার সন্ধ্যায় পুজোর সূচনা করা হয়। পুজোর সূচনায় এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষিক।তাকে কাছে পেয়ে সকলেই গর্বিত ও অনুপ্রাণিত।