সংবাদাতা,পূর্ববর্ধমান:- ফের অশান্ত পূর্ব বর্ধমানের রায়না।গতকাল দুষ্কৃতী হামলায় গুরুতর আহত গোলাম মোস্তাফা মল্লিক নামে তৃণমূল কংগ্রেসের নেতা। তিনি ব্লক সভাপতি বামদেব মন্ডলের ঘনিষ্ঠ।
বামদেব মন্ডলের অভিযোগ , 'জোতসাদি আর বেলসরের মাঝে কিছু দুস্কৃতী তাকে বেধড়ক মারধর করা হয়। তিনি বাইকে করে দলীয় কার্যালয় হয়ে বাড়ি ফিরছিলেন। এসময় কিছু দুস্কৃতীরা তার উপর হামলা চালায়। তারা সশস্ত্র ছিল। প্রচন্ড মারধর করে তাকে ফেলে চলে যায়। এলাকায় এখবর ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ তাকে উদ্ধার করে। তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ের হাড় ভেঙে দেওয়া হয়েছে। তার আঘাত গুরুতর।'
বামদেব বাবুর অভিযোগ আক্রান্ত নেতা এলাকায় জনপ্রিয়। কিছু লোক গত বিধানসভার ভোটে দলকে হারাতে চেয়েছিল। তাদের উদ্দেশ্য ব্যর্থ করে এই এলাকায় দল বড় ব্যবধানে জেতে। তাই তাকে দমিয়ে দিতেই এই আক্রমণ বলে অভিযোগ করেন।