তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার রাজবাঁধ থেকে মার্বেল বোঝাই ট্রেলার ছিনতাইয়ের ঘটনায় এক যুবক কে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম রাজন চৌধুরী। ধৃতের বাড়ি কাঁকসার গাংবিল এলাকায়।জানা গেছে ধৃত যুবক গত বৃহস্পতিবার রাত্রে কাঁকসার রাজবাঁধ এলাকা থেকে একটি মার্বেল বোঝাই ট্রেলর ছিনতাই করে পালানোর সময় পানাগড় বাইপাশে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় ধৃত যুবক।
তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্রী করা হয়। ট্রেলারের মালিক কাঁকসা থানায় অভিযোগ জানালে ট্রেলার মালিকের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে সুস্থ্য হতেই তাকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।
ধৃত যুবককে মঙ্গলবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।পাশাপাশি ভিন্ন একটি ঘটনার সাথে জড়িত থাকায় কাঁকসা থানার পুলিশ অপর এক ব্যক্তিকে গ্রেফতার করে আজ মহকুমা আদালতে পেশ করে।