তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় আহত হল ট্যাঙ্কারের চালক ও খালাসি।ঘটনাটি ঘটেছে পানাগর বাইপাসে কাঁকসার হাসপাতাল মোড় সংলগ্ন আন্ডার পাশের কাছে। স্থানীয়রা জানিয়েছেন একটি ট্যাঙ্কার বীরভূম থেকে কলকাতা যাওয়ার পথে পানাগর সার্ভিস রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
রাস্তা খারাপের জন্যই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের।ট্যাঙ্কারটি উল্টানোর সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে। সেই সময় লরির তলায় লরিটিকে মেরামত করছিলেন চার জন। অল্পের জন্য রেহাই পায় তারা সকলে।
দুর্ঘটনার জেরে কলকাতা গামী সার্ভিস রোডে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ এবং কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা।