Type Here to Get Search Results !

ই-টেন্ডারে দুর্নীতির অভিযোগ তুলে কাঁকসা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ঠিকা সংস্থার কর্মী ও আধিকারিকরা



তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-  ই-টেন্ডারে দুর্নীতির অভিযোগ তুলে কাঁকসা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কাঁকসার বিভিন্ন এলাকার ঠিকা সংস্থার কর্মী ও আধিকারিকরা।তাদের অভিযোগ গত ২৬ তারিখে বিদবিহার এলাকার পঞ্চায়েত সমিতির  ই-টেন্ডারে  দুটি টেন্ডার ব্লক করে দেওয়া হয়।






এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পুনরায় ই-টেন্ডারের দাবিতে সোমবার সকাল থেকে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা।তাদের অভিযোগ বিদবিহার  এলাকায় যে পঞ্চায়েত সমিতির টোল রয়েছে। সেই টোলের জন্য টেন্ডার করেছিলেন অনেকেই। কিন্তু ই-টেন্ডারের পঞ্চায়েত সমিতি নিজেদের পরিচিতদের পাইয়ে দেয় বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।তারই প্রতিবাদ জানিয়ে তাদের বিক্ষোভ বলে জানান তারা।এদিন বিক্ষোভ শেষে কাঁকসার বিডিও কে ডেপুটেশন দেয় তারা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad