সংবাদদাতা পাণ্ডবেশ্বর:- গরু পাচার কান্ডে সিবিআই এর জালে তৃণমূলের হেভিওয়েট নেতা তথা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের খুশিতে শনিবার পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় থেকে পাণ্ডবেশ্বর স্টেশন পর্যন্ত নকুলদানা ও গুড় বাতাসা নিয়ে মিছিল করলো স্থানীয় সিপিআইএম নেতৃত্ব । এই মিছিলের সামনে ছিলেন সিপিআইএমের বর্শিয়ান নেতা তুফান মন্ডল । এছাড়াও তার সাথে ছিলেন সিপিআইএমের বহু কর্মী সমর্থক । পাণ্ডবেশ্বর স্টেশনের কাছে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় এই দিনের এই মিছিল ।