তনুশ্রী চৌধুরী,বুদবুদ:- একগুচ্ছ দাবিকে সামনে রেখে বুদবুদের মানকর রোডে অবস্থিত গলসি ১ নম্বর ব্লক আধিকারিক এর কাছে ডেপুটেশন জমা দিলো বিজেপি।এদিন বুদবুদ বাজার থেকে একটি মিছিল করেন বিজেপি কর্মীরা।এদিন মিছিলে অংশ নেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, এছাড়াও মিছিলে যোগ দেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, সহ বিজেপি নেত্রী তথা রাজ্যের জেনারেল সেক্রেটারি লকেট চ্যাটার্জি, পূর্ব বর্ধমান জেলার বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা, সহ-সভাপতি রমন শর্মা সহ অন্যান্যরা।
এদিন বুদবুদ বাজার থেকে মিছিল করে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।বিক্ষোভ শেষে ব্লক আধিকারিক এর কাছে স্মারকলিপি জমা দেন বিজেপি কর্মীরা।মূলত তারা দাবি করেন যে পরিবারগুলি শৌচালয় এখনো পায়নি তাদের শৌচালয়ের ব্যবস্থা করতে হবে পাশাপাশি যে সকল গরীব পরিবার গুলি প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা বাড়ি পায়নি তাদের জন্য অবিলম্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত করতে হবে এছাড়াও এলাকার রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা সহ একাধিক দাবি তারা ব্লক আধিকারিকের কাছে রাখেন।
পাশাপাশি এদিন শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও কয়লা পাথর বালি ও গরু পাচারের কাটমনির বিরুদ্ধে বুদবুদ বাজারে সভা অনুষ্ঠিত হয়। সভায় যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন 'যারা তৃণমূলের হয়ে এতদিন লড়াই করত তারা এখন তৃণমূলের পাশে নেই কারণ তারা স্পষ্ট বুঝে গেছে তৃণমূলের পেছনে ঘুরে কোন লাভ নেই নিচু তলার কর্মীদের।' তিনি অভিযোগ তোলেন 'কেন্দ্র যে সমস্ত প্রকল্পের টাকা পাঠায় সেই সমস্ত টাকায় বাটপারি মারে তৃণমূল।গরিব মানুষ পর্যন্ত সেই টাকা পৌঁছয় না। একপ্রকার লুট চলছে রাজ্য জুরে।'