তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- স্বাধীনতা দিবসের দিনেই ট্রেনের সামনে দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা।মৃতার নাম সীমা পন্ডিত।তার বয়স ২৬ বছর।বছর ৮এর প্রীতম পন্ডিত ও ৬য় বছর বয়সের প্রেম পন্ডিতের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাদের বাড়ি বুদবুদের ধরলা মোড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশের আধিকারিকরা।রেল পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।এলাকা সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিলো।সেই কারণেই ওই মহিলা রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে টেনের সামনে দুই ছেলেকে নিয়ে ঝাঁপ দেন।সোমবার ভোরে এলাকার মানুষ মৃতদেহ পরে থাকতে দেখে রেল পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।