তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- দুর্গাপুরের বামুনাড়ায় একটি বেসরকারি হাসপাতাল সিল করল স্বাস্থ্য দফতর।জানাগেছে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ কে গত মাসে ২১ তারিখ নোটিশ দিয়ে নির্দেশ দেওয়া হয় ১০ দিনের মধ্যে নথি জমা দেওয়ার।নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও পুনর্নবীকরণের নথি জমা করেনি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ বলে অভিযোগ।
তাই আজ সোমবার হাসপাতালে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা আসেন, সিল করে দেওয়া হয় হাসপাতাল।হাসপাতাল কর্মচারীরা জানান হাসপাতাল সিল করায় দুশ্চিন্তায় পড়লাম।অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জানান হাসপাতালে নথিতে সমস্যা থাকায় হাসপাতাল টি সিল করে দেওয়া হলো,পরবর্তী তে যদি সঠিক নথি জমা করতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ সেক্ষেত্রে বিবেচনা করে দেখা হবে।
তিনি আরো জানান আগের জমা করা নথি এবং লাইসেন্স পুনর্নবীকরণের নথি না মেলায় বেসরকারি হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। হাসপাতাল বন্ধের সময় কোনো রোগী ভর্তি ছিলেন না বলে জানিয়েছেন তিনি।