তনুশ্রী চৌধুরী,কাঁকসা :- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক বাইক আরোহী।ঘটনাটি ঘটেছে কাঁকসার ডাকবাংলোর কাছে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কে।স্থানীয় সূত্রে জানা গেছে একটি মোটর সাইকেল পানাগড় থেকে মিনি বাজারের দিকে যাচ্ছিলো।সেই সময় বীরভূম থেকে পানাগড় আসার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় বাসের যাত্রীদের কারো আঘাত না লাগলেও গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী।খবর পেয়ে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে আহত ব্যক্তি পানাগড়ের রেলপাড়ে সারদা পল্লীর বাসিন্দা।দুর্ঘটনার জেরে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।কাঁকসা থানার পুলিশ যাত্রীবাহী বাসটিকে আটক করে যান চলাচল স্বাভাবিক করে।