সংবাদাতা,পূর্ব বর্ধমান:- উড়ালপুলের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা পূর্ব বর্ধমানের গলসিতে। সোমবার উড়ালপুল তৈরীর দাবীতে গলসির গলিগ্রামে ২ নম্বর জাতীয় সড়কের গুসকরা মোড় অবরোধ করলেন গ্রামবাসীরা। পাশাপাশি এলাকার স্কুল পড়ুয়ারা অবরোধে সামিল হয়।
অন্যদিকে মোড় সংলগ্ন এলাকার জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করে দেয় তারা। ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ। অবরোধের জেরে জাতীয় সড়কের দু'লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পরে যানবহন।অবরোধ পনেরো কুড়ি মিনিট চলার পর পুলিশী আশ্বাসে অবরোধ ওঠে। গ্রামবাসীদের দাবী, বিপদজনক ওই মোড়টিতে উড়ালপুল তৈরী নিয়ে বিতর্কের দানা বেঁধেছে। সেই নিয়ে তারা প্রশাসনের বিভিন্ন দপ্তর ছাড়াও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানান।
এত কিছুর পরেও তাদের দাবী মানা হয় নি বা কোন ব্যবস্থা না নেওয়ায় এদিন বেলা দশটা নাগাদ মোড় সংলগ্ন আশে পাশের তিন চারটি গ্রামের মানুষজন ২ নম্বর জাতীয় সড়কের গুসকরা মোড়ে জড়ো হন। এরপরই তারা আচমকা জাতীয় সড়কে নেমে পড়েন। দাবী না মানা হলে পুনরায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন গ্রামবাসীরা।